
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ফারাক্কায় ধর্ষণ এবং খুনের ঘটনায় ৫৯ দিনে দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর মহকুমা আদালত। জয়নগরের ঘটনার থেকেও দ্রুত বিচার পেল ফারাক্কার ঘটনায় মৃত নাবালিকার পরিবার। বৃহস্পতিবার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এবং সেশন জাজ অমিতাভ মুখোপাধ্যায় মাত্র ৫৯ দিনের মাথায় নারকীয় এই হত্যাকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করলেন। শুক্রবার তাদের সাজা ঘোষণা হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর হঠাৎই নিখোঁজ হয়ে যায় বছর দশেকের ওই নাবালিকা।
প্রায় তিন ঘন্টা পর এলাকারই প্রতিবেশী মাছ ব্যবসায়ী দীনবন্ধু হালদারের বাড়ি থেকে উদ্ধার হয় নাবালিকার বস্তাবন্দী মৃতদেহ। উত্তেজিত জনতা রোষের মুখে দীনবন্ধুকে ব্যাপক মারধর করে। হাসপাতালে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর ফারাক্কা থানার পুলিশ দীনবন্ধুকে খুন ,তথ্য প্রমাণ লোপাট এবং পকসো আইনের ছয় নম্বর ধারায় অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত জানায়, ঘটনায় শুভজিৎ হালদার নামে আরও এক যুবক জড়িত। তাকেও গত ১৯ অক্টোবর গ্রেপ্তার করে পুলিশ। তার নামেও একই ধারায় মামলা রুজু করা হয়। ঘটনার তদন্তে নেমে জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায়ের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়। ফারাক্কা থানার অফিসাররা ২১ দিন অক্লান্ত পরিশ্রম করে চার্জশিট জমা দেন।
তার ভিত্তিতে মোট ৩১ জন সাক্ষীর বয়ানে নির্ভর করে ৫৯ দিনের মধ্যেই ঘটনায় অভিযুক্ত দীনবন্ধু হালদার এবং শুভজিৎ হালদারকে বৃহস্পতিবার ভারতীয় ন্যায় সংহিতা আইনের ৬৫, ৬৬, ১৩৭, ১৪০, ১০৩, ২৩৮ এবং পকসো আইনের ছয় নম্বর ধারায় দোষী সাব্যস্ত করেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এবং সেশন জাজ অমিতাভ মুখোপাধ্যায়। সরকার পক্ষের আইনজীবী বিভাস চ্যাটার্জী বলেন, ‘ঘটনার দিন ফুল দেওয়ার লোভ দেখিয়ে ওই নাবালিকাকে দীনবন্ধু তার বাড়িতে নিয়ে গিয়েছিল। সেখানে দীনবন্ধু এবং শুভজিৎ ওই নাবালিকার মুখে কাপড় চাপা দিয়ে তাকে ধর্ষণ এবং অত্যাচার করে।
তাদের পরিকল্পনা ছিল রাতের অন্ধকারে ফারাক্কার কোনও জঙ্গলে নিয়ে গিয়ে দেহটি ফেলে দেওয়ার। এই মামলায় প্রথমবার রাজ্যে ড্রোন ম্যাপিং পদ্ধতি ব্যবহার হয়েছে। শুভজিতের বিরুদ্ধে কেবল অপহরণের অভিযোগ নেই। বাকি সমস্ত অভিযোগ দু'জনের ক্ষেত্রেই এক। আসামিদের যে যে ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে তার মধ্যে চারটি ধারায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড’। অন্যদিকে, দীনবন্ধুর হালদারের আইনজীবী মহম্মদ হাবিবুল্লা বলেন, ‘শুক্রবার সাজা ঘোষণা। আদালতের রায় জানার পর আমরা পরবর্তী পদক্ষপ করব’। প্রসঙ্গত, কিছুদিন আগেই জয়নগরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় ৬২ দিনের মাথায় অভিযুক্তের ফাঁসির সাজা শুনিয়েছে আদালত।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও